• Uncategorized

    ফুটবল বিশ্বকাপের ফাইনাল – বাঙ্গালির সেরা উৎসব

    পাড়ায় পাড়ায় আজ উৎসব। দেওয়ালগুলো সব পোস্টার আর স্লোগানে ভরে গ্যাছে। টিভি তে খবর পড়ুয়ারা সারাদিন ধরে একি কথা ঘ্যানর ঘ্যানর করে বলে চলেছে। মিষ্টির দোকানে দাঁরে বসা কাকাতুয়া টা পর্যন্ত শুনে শুনে নির্ভুল পরিসংখ্যান আওড়াচ্ছে! সকালে বাজার যাওয়ার পথে দাঁড়িয়ে একবার আলোচনা সেরে নিয়েছেন অ-বাবু। ক-বাবু টেক-স্যাভি। সেকটর পাঁচ এ কাজ করেন। তাই মাছের দরদাম করার ফাঁকে নিজের স্মার্ট ফোনে চেক করে নিচ্ছেন, বিশেষজ্ঞ দের মতামত জেনে নিচ্ছেন। মাছওলার ও কৌতূহল কম না। তাই ক-বাবু কে জিগ্যেস করে সেও জেনে নিল বিজ্ঞ ব্যাক্তি দের মতামত। দ-বাবু দুধ-অলার সঙ্গে এক ঘণ্টা ধরে পুঙ্খানুপুঙ্খ বিচার করেও কিছু স্থির করে উঠতে পারলেন…